তিতাসের সাতানীতে পিআরডিপি-২ ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তিতাস / ২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
তিতাসে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি)-২ এর সাতানী ইউনিয়ন অবহিতকরণ সভা রবিবার বিকাল ৪টায় উপজেলার পুরান বাতাকান্দি সংলগ্ন গাবতলী মাঠে অনুষ্ঠিত হয়।
সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ধন মিয়ার সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে পিআরডিপি-২, বিআরডিবি ও জাইকার বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাইকার লোকাল এক্সপার্ট মো. পারভেজ হোসেন সরকার। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতানী ইউনিয়নের পিআরডিপি-২ এর ডাবলাপমেন্ট অফিসার আলমগীর হোসেন ও ডাবলাপমেন্ট অফিসার মোঃ আল মামুন। অন্যান্যদের মধ্যে বাতাকান্দি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সামছুদ্দিন আহমেদ, কামাল হোসেন, সমাজ সেবক দেলোয়ার হোসেন ও সাতানী ইউনিয়ন পরিষদের সদস্যসহ ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply