নর্দান ইউনিভার্সিটিতে আইন বিভাগের ১৫ তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়

রাজশাহী / ১ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজশাহী ক্যাম্পাসে আইন বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি রাজশাহী ক্যাম্পাসের একাডেমিক কো অর্ডিনেটর এবং ইনচার্জ প্রফেসর মো: ইব্রাহিম।
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম মহসিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র এ্যাসিস্টান্ট রেজিস্টার আল মামুন মুকুল, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আইন বিভাগের সকল শিক্ষক এবং ১৫ তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি একাডেমিক কো অর্ডিনেটর এবং ইনচার্জ প্রফেসর মো: ইব্রাহিম বলেন, ‘নর্দান ইউনিভার্সিটি বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘদিন যাবত মান সম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। উচ্চশিক্ষা বিস্তারে এই বিশ্ববিদ্যালয় দক্ষ ও সিনিয়র শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পাঠদান করে থাকে, বিধায় দূর্বল শিক্ষার্থীরাও ভাল ফলাফল করে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।’
ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী বলেন, ‘রাজশাহী তথা উত্তরবঙ্গে নর্দান ইউনিভার্সিটিই একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ২০০৪ সালে প্রতিষ্ঠালগ্ন শিক্ষার মানের সাথে আপোষ করেনি এবং সকল ক্ষেত্রে ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ের সকল শর্তাবলী মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।’ সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আ ফ ম মহসিন বলেন ” বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা অগ্রণী ভ’মিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যে নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসসহ সমাজের নানাক্ষেত্রে কাজ করছে যা অত্র বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষার প্রতিফলন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।”
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কেক কেটে এবং শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী রেহেনুমা শারমিন ও আসলাম।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply