তিতাস / ১ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
এইচআইভি সংক্রামন ও এইডস মৃত্যু নয় একটিও, আর বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক এইডস দিবস উপলক্ষ্যে শনিবার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও গৌরীপুর হোমনা সড়কে র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ আক্তার আলম, ডাঃ ফারজানা ইসলাম শম্পা ও ডাঃ সাইফুল হাসান শামীম প্রমূখ। আলোচনা সভার পর একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি