ব্রাহ্মণবাড়িয়া / ১ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
ব্রাহ্মনবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকালে জেলা সদর হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নার্সিং ইনষ্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবু সাঈদ,সুজনের জেলা সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এইডস একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি সম্পর্কে গন সচেতনতা বৃদ্ধি করে তা প্রতিরোধ করতে হবে।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...