৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বার শত্রু মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত


১৯৭১ ইং সালের ৪ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেবিদ্বার উপজেলাকে শত্রু মুক্ত করেছিল। বিজয়ের আনন্দের এই দিনটিকে স্মরনীয় করে রাখতে ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’ দেবিদ্বারে দিনব্যাপী রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল।
এ ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, দৃষ্টান্ত ফাইন্ডেশন’র যৌথ উদ্যোগে ৪ ডিসেম্বার সকাল ৯ টায় সর্বস্তরের মুক্তিকামী জনতার আনন্দ র‌্যালী, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে মুক্তিযোদ্ধা চত্তর ও গণকবরে পূষ্পার্ঘ্য অর্পণ, সকাল ১০ টায় দেবিদ্বার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির।
উক্ত অনুষ্ঠানে যারা রক্তদানে আগ্রহী তাদেরকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে নাম জমাদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
৪ ডিসেম্বর যথাসময়ে নির্ধারিত কর্মসূচীতে সর্বস্তরের জনগনকে উপস্থিত থেকে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান করা হইল। ———– প্রেস বিজ্ঞপ্তী

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply