মতলব উত্তর / ৩০ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পশ্চিম জীবগাঁও গ্রামের ভাড়াটিয়া মোটর সাইকেল চালক কবির হোসেন হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে শাহজাহান (৪২) নামে একজনকে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃত শাহজাহান উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সে মাদকসহ বিভিন্ন চোরাকারবারীর সাথে জড়িত বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাতে কবির নামে এক ভাড়াটিয়া মোটর সাইকেল চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তারপর দিন সোমবার সকাল ১১টার দিকে মতলব উত্তর থানা পুলিশ উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য কালিপুর গ্রামের জাহাঙ্গীর প্রধানীয়ার পুকুরের পশ্চিম পার্শ্বের একটি বাগান থেকে ভাড়াটিয়া মোটর সাইকেল চালক কবির হোসেন (৩২) এর লাশ উদ্ধার করে। সে ছেংগারচর পৌরসভার পশ্চিম জীবগাঁও গ্রামের মোঃ আব্দুল মজিদ বেপারীর ছেলে। নিহত কবির হোসেনের মাহিন (২) নামে এক ছেলে সন্তান রয়েছে।