ব্রাহ্মণবাড়িয়ায় পত্রিকার বিরুদ্ধে এম.পি’র ভাইয়ের মানহানি মামলা

ব্রাহ্মণবাড়িয়া / ২৯ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আখাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক তিতাসের কাগজের নির্বাহী সম্পাদক ও সংশ্লিষ্ট রিপোর্টার ফজলে রাব্বি, সম্পাদক শাহাদাত হোসেন লিটন এবং প্রকাশক হোসেন আহাম্মদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. সেলিম নামে এক ব্যক্তি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ শাহ আলম অ্যাডভোকেটের ভাই। বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে তিনি এই মামলা দায়ের করেন। মামলা নং ২০৬/১২।
মামলায় বলা হয়, গত ২৬ নভেম্বর আখাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক তিতাসের কাগজ পত্রিকার প্রথম পাতায় বাদীকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করে। পত্রিকার রিপোর্টের শুরুতেই লিখা হয়েছে ’পুকুর চুরি নয় গ্রাম চুরির অভিযোগ উঠেছে কসবা-আখাউড়ার সংসদ সদস্য আলহাজ শাহ আলমের ভাইয়ের বিরুদ্ধে’। এছাড়া পত্রিকাটিতে মামলার ১নং স্বাক্ষী মো. নুরুন্নবী ভূঁইয়াকে জাল দলিল সম্পাদনকারি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বাদী, বাদীর ভাই ও ১নং স্বাক্ষীর ব্যবসায়িক ও মানসিক ক্ষতি হয়েছে।
মামলার আইনজীবী আব্দুল্লাহ ভূঁইয়া বাদল জানান, রিপোর্টটিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদী ও তাঁর ভাই (এম.পি) এবং দলিল সম্পাদকারির মানহানি করা হয়েছে। আদালত এক আদেশে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
প্রসঙ্গত, তিতাসের কাগজ পত্রিকাটি গত কয়েকমাস যাবত প্রকাশিত হচ্ছিল না। হঠাৎ পত্রিকাটি বের হওয়ার এলাকায় তুমুল সমালোচনা শুরু হয়। পত্রিকাটির রিপোর্টার ফজলে রাব্বির এর আগে চোরাচালান মামলায় জেল খেটেছেন। তাছাড়া তার বিরুদ্ধে এর আগে সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ একাধিক মামলা হয়।

আরিফুল ইসলাম সুমন

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply