কচুয়া / ২৮ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
বৃহস্পতিবার এক দিনের সফরে কচুয়া আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী ওই দিন সকাল ৯টায় উপজেলার শংকরপুর মোল্লা বাড়ি সংলগ্ন ব্রীজ উদ্বোধন শেষে ১০টায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে দেশব্যাপী জামাত-শিবিরের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এরপর দুপুর ১টায় বালিয়াতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালরের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন, বেলা ২টায় প্রশন্নকাপ বাংলা বাজার সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন, ২টা ৩০ মিনিটে প্রশন্নকাপ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন, ৩টায় প্রশন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বিকেল ৫টা ৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর কচুয়া ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন বলে তাঁর একান্ত সচিব (পিএস) অ্যাড. শাহ আলম ইকবাল সাক্ষরিত এক পত্রে জানা গেছে।
কিশোর কুমার
কচুয়া প্রতিনিধি