সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) / ২৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যাক্ত অবস্থায় ২টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) সদস্যরা। গত রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালিকচ্ছ এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি জঙ্গলে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতির জন্য বৈঠক করছিল। এমন খবর পেয়ে র্যাব-৯এর ভৈরব কার্যালয়ের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালিয়ে গেলে সেখান থেকে ২ টি বিদেশী রিভলবার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর ভৈরব কার্যালয়ের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সরাইল থানায় জিডিমুলে জমা দেওয়া হয়েছে।
আরিফুল ইসলাম সুমন