ব্রাহ্মণপাড়ায় জামাত বিরোধী আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণপাড়া / ২৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সোমবার জামাত বিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. দেওয়ান আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক হুমায়ূর কবির, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক জমির হোসেনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্তরে এড. দেওয়ান আব্দুল জলিলের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন মনিরুল হক। এসময় বিক্ষোভ মিছিলের নেতৃবৃন্দ সহ আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইসরাফিল ভ’ইয়া, জহিরুল ইসলাম, আজাদ ভ’ইয়া, হাবিব সরকার, শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, স্বেচ্ছা সেবক লীগ আবু হেনা মোস্তফা শাহীন। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাশেম মেম্বার, শফিক মেম্বার, জলিল মেম্বার, আমজাদ মেম্বার, এড. মাহবুব, এড. জাকির, এড. শাহজাহান। যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোরশেদ, জামাল হোসেন, জয়নাল আবেদীন, জহির সর্দার। স্বেচ্ছা সেবক লীগের ছাইদুল হক জুয়েল, আবুল কাশেম, ভিপি জাকির, কাজল সরকার, ছাত্রলীগ নেতা হাবিব খান চৌধুরী, সোহেল মোস্তফা মিয়াজী, আলী আহাম্মদ, মমিনুল ইসলাম মুমিন, বিল্লাল হোসেন সরকার, শাহাদাৎ হোসেন রনি, ফোরকান আহমেদ সবুজ, আলী হোসেন, জাহিদুল ইসলাম পলাশ, রাশেদুল ইসলাম, বাপ্পী, আ: জলিল, আবু কালাম, শরিফুল আলম লিটন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা জামাতের রাজনীতি আইনগত ভাবে নিষিদ্ধ করার দাবী জানিয়ে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহবান জানান।

মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া ॥

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply