মতলবে ভাড়াটিয়া মোটরসাইকেল চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

মতলব উত্তর / ২৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত রোববার রাতে এক ভাড়াটিয়া মোটরসাইকেল চালকে খুন করে মোটরসাইকেল ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার সকাল ১১টার দিকে মতলব উত্তর থানা পুলিশ উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য কালিপুর গ্রামের জাহাঙ্গীর প্রধানীয়ার পুকুরের পশ্চিম পার্শ্বে একটি বাগান থেকে ভাড়াটিয়া মোটরসাইকেল চালক কবির হোসেন (৩২) এর লাশ উদ্ধার করে। সে ছেংগারচর পৌরসভার পশ্চিম জীবগাঁও গ্রামের মোঃ আব্দুল মজিদ বেপারীর ছেলে। নিহত কবির হোসেনের মাহিন (২) নামে এক ছেলে সন্তন রয়েছে।

জানা যায়, কবির হোসেন গত রোববার রাত ৯টার দিকে তার বাড়ী থেকে খাবার খেয়ে প্রতিদিনের মতো ভাড়ায় মোটরসাইকেল চালানোর জন্য বাহির হয়। রাতে সে আর বাড়ি ফিরেনি। সকালে তার পরিবার সংবাদ পায় যে, কবির হোসেনকে খুন করে ফেলে রেখে দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার পুলিশ সকাল ১০টার দিকে মোবাইল কর্তৃক সংবাদ পাওয়ার পর ঘটনাস্থরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মধ্যকালিপুর জাহাঙ্গীর প্রধানীয়ার বাড়ীর পুকুরের পশ্চিম পার্শ্বের বাগানে পরে থাকা কবির হোসেনের লাশ উদ্ধার করে। এরপর থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা মোটরসাইকেলের চোরাই চক্র মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে ভাড়া করে নিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

শামসুজ্জামান ডলার
মতলব উত্তর(চাঁদপুর)

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply