ব্রাহ্মণপাড়া / ২৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পশ্চিম বাজারে গত রবিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রৌফ ছাতিয়ানী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোবারক হোসেন উপজেলা জামে মজসিদ, সভাপতিত্ব করেন আলমগীর হোসেন ভ’ইয়া, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আ: খালেক, ডা: মো: ইউনুস, ফরিদ উদ্দিন মেম্বার, পলাশ, খোকন, হারুন অর রশিদ, হোসেন, সাইফুল ইসলাম, মনির, জাহাঙ্গীর, জুলহাস, শাহ আলম, বিল্লাল, ওমর ফারুক, রবিউল, হেলাল, ডা: শোভা, নজরুল, আক্তার, আনিছ, শফিক, বুলবুল, তকদীর, রতন, নাজমুল হাসান, বাহারুল, শাহ পরান আলমগীর, শামিম, গোলাম মোস্তফা, মমিন সরকার, আমির হোসেন, কাউছার, নোমান, হুমায়ূন কবির, লিটন মাষ্টার, সুমন, খলিল, আবুল, মালেক, খালেক, ফারুক, স্মুতি বিল্লাল, শিপন, বাবুল, রিপন, তৈয়ব আলী, মিজান হুজুর, ডা: রফিক, ছালাউদ্দিন, সিরাজুল ইসলাম সহ পশ্চিম বাজারের সকল ব্যবসায়ী এবং এলাকার মুসুল্লীয়ানেকেরামগণ। এসময় পবিত্র আশুরায় ইসলামের ইতিহাসে স্বরনীয় হওয়ার বিষয় গুলো নিয়ে আলোচনা শেষে বিশেষ মুনাজাত করা হয়। এসময় প্রধান অতিথি উপস্থিত মুসুল্লীয়ানেকেরামদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। শেষে উপস্থিত সকলকে তাবারক হিসেবে প্যাকেট বিরিয়ানী বিতরণ করা হয়।
মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া ॥