নাঙ্গলকোট / ২৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভাধীন নাওগোদা গ্রামে মুক্তিযোদ্ধা আলী আশ্বাদের নাতনী, কুকুরিখিল গ্রামের আবদুল হাকিমের শিশু কন্যা হাফিজা আক্তার (৪ মাস) কে গত রবিবার তার নানী (চাচাত নানী) হোছনা বেগম (৩০) উত্তপ্ত গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুকন্যার মা তাছলিমা বেগম কয়েকদিন পূর্বে তার পিতা আলী আশ্বাদের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে তাছলিমা বেগমের সাথে তার চাচা আবুল হাসেমের স্ত্রী হোছনা বেগমের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটি এবং সংঘর্ষ হয়। এ সময় হোসনা বেগম ও তার ছেলে আরিফ (১৮) তাছলিমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার শিশু কন্যা হাফিজা আক্তারকে উত্তপ্ত গরম পানি নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করে। প্রতিবেশীরা তাৎক্ষনিক ভাবে শিশুকন্যা ও তার মাকে আহত অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গরম পানিতে শিশু কন্যাটির শরীর জ্বলসে যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুকন্যাটির অবস্থা আশংকাজনক এবং তার মায়ের অবস্থাও ভালো নয়।
মোঃ আলাউদ্দিন
নাঙ্গলকোট প্রতিনিধি