লাকসামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ আহত-৫

লাকসাম / ২৫ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
রবিবার কুমিল্লার লাকসামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। থানা পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করেছে।
ঘটনাটি ঘটে উপজেলার আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামের নূর মিয়া ও অলিউল্লার সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুর মিয়ার ছেলে আবদুল কাদের, কাদেরের স্ত্রী রেহানা আক্তার, জাহাঙ্গীর আলম, অলিউল্লার ছেলে মোশারফ হোসেন ও অলিউল্লা গুরুতর আহত হয়। আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ নিয়ে উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
লাকসাম থানা পুলিশের এসআই টমাস বড়–ুয়া জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অলি উল্লার ছেলে মহিন উদ্দিন ও স্ত্রী ফাতেমা বেগমকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার পক্রিয়া চলছে।

আবদুর রহিম
লাকসাম, কুমিল্লা

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply