ব্রাহ্মণবাড়িয়া / ২৪ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক বলেছেন, সারা দেশে সাড়ে ৫ হাজারের বেশী চিকিৎসক এবং ৩ হাজার নার্সের শূন্য পদে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আশুগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খুব দ্রুত নির্মান করা হবে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের রেষ্ট হাউজে জেলার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ আনিছুর রহমান, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম, সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বি.এম.এ এবং স্বাচিপ’র সাধারন সম্পাদক ডাঃ আবু সাঈদ, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলাম সহ স্থানীয় প্রসাশনের কর্মকর্তাবৃন্দ।
আরিফুল ইসলাম সুমন