মতলব উত্তরের চাঞ্চল্যকর লিয়াকত হত্যা মামলার বাদী ও স্বাক্ষীর উপর হামলা ॥ আহত ৩

মতলব উত্তর / ২৪ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
মতলব উত্তর উপজেলার চাঞ্চল্যকর লিয়াকত হত্যা মামলার বাদী তৌফিক আজিম মিশু ও সাক্ষী জুয়েল সরকারের উপর হামলাও ঘটনা ঘটেছে। হামলায় বাদী মিশুসহ ৩জন গুরুত্বর আহত হয়। সন্ত্রাসীরা মিশুর ২টি বসতঘরের আসবাবপত্র তছনছ করে স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে জানা যায়।

শনিবার সকালে চাঞ্চল্যকর লিয়াকত হত্যা মামলার বাদী তৌফিক আজিম মিশুর বাড়ী উপজেলার এনায়েতনগর গ্রামের বসতঘরে গিয়ে সন্ত্রাসীরা অতর্কিত ভাবে বাদী মিশু ও স্বাক্ষী জুয়েল সরকারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের গুরুত্বর আহত করে। এর পূর্বে সন্ত্রাসীরা এনায়েতনগর শহীদ লিয়াকত সরকার বাজারে দোকানপাটে হামলা করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আতঙ্ক সৃষ্টি করে। সন্ত্রাসীরা মিশুর বাড়ীতে যাওয়ার পথে জুয়েলের বাবা মকবুল হোসেনের উপর হামলা করে তার হাত ভেঙ্গে দেয়। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পরই মতলব উত্তর থানা পুলিশ সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম, এসআই লুৎফর রহমান ও পিএসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে। ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঞ্চল্যকর লিয়াকত সরকার হত্যা মামলার বাদী লিয়াকতের ভাতিজা তৌফিক আজিম মিশু জানান, লিয়াকত হত্যা মামলার প্রধান আসামী হাজী মইনউদ্দিন টুনু ও নুরুল আমিনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বাইশপুরের পারভেজের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে বাজারে হামলা চালায়। এ সময় সজিব, সুমন, শিপন, সারোয়ারসহ শতাধিক সন্ত্রাসী ছিল। আমাদের বাড়ীর বসত ঘরে হামলা করে। ঘরের আসবাবপত্র তছনছ করে মালামাল লুট করে নিয়ে যায়। আমাকেসহ ওই মামলার স্বক্ষী জুয়েল সরকারকে হত্যার উদ্দেশ্যে তারা এ হামলা করে। মামলার পর থেকেই টুনু হাজী ও তার লোকজন আমাকে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দেয়। অন্যথায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তারা আমাকে হত্যা করার জন্যই এ হামলা করেছে।
এনায়েতনগর বাজারে টুনু হাজীর নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা উপর্যুপরি কুপিয়ে ব্যবসায়ী লিয়াকতকে হত্যা করা হয়। এ মামলাটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর হত্যা মামলা তালিকাভূক্ত হয়েছে। ওই মামলায় হাজী মইনউদ্দিন টুনু ও নূরুল আমিন সরকার জামিনে রয়েছে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply