মতলব উত্তরে মুক্তিযোদ্ধাদের মতবিনিমিয় সভা

মতলব উত্তর / ২৪ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
জাতীয় রাজনৈতিক পেক্ষাপটে বর্তমান অবস্থাকে মূল্যায়ন করে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারে দাবীতে আওয়ামীলীগের পাশে ঐক্যবদ্ধ ভাবে মুক্তিযোদ্ধাদের একমঞ্চে আসার আহবানে মতলব উত্তর উপজেলার মুক্তিযোদ্ধারা মতবিনিময় করেন। গত শুক্রবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নূর-ই-রব ফাউন্ডেশনের লিবার্টি হোমস্ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল। সভায় প্রধান বক্তা ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার শহীদুল আলম রব। সভা পরিচালনা করেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এসএম রশিদ। সভায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উল্যা সায়েদ, বৃহত্তর মতলব উপজেলার সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন, সাবেক কমান্ডার মিয়া নাছির উদ্দিন, মতলব উত্তর উপজেলা সহ-কমান্ডার (দপ্তর) মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা আহবায়ক খলিলুর রহমান মন্টু, বশির উল্যাহ সরকার, আঃ ছাত্তার যুগ্ন আহবায়ক ডা. ফয়েজ আহম্মদ খানসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply