সাংবাদিকদের সাথে মত বিনিময় দেশের বর্তমান ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে ……. চেয়ারম্যান শাহজাহান মজুমদার

লাকসাম / ২৪নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———
জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান ও বাঙ্গডডা ইউপি বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার বলেছেন, বর্তমান সরকার সারাদেশে বিশৃংখলা সৃষ্টি করে সমগ্র জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধীদল দমন, মিডিয়া দমন, লুটপাট হামলা মামলা যেন তাদের রুটিন ওর্য়াক হিসাবে পরিণত হয়েছে। বিএনপি নেতা শাহজাহান মজুমদার গতকাল বিকালে বাঙ্গডডা বাজারস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত ৪ বছর শাসনামলে সরকার সার্বিক ক্ষেত্রে ব্যর্থতা ঢাকতে বিরোধীদল ও মিডিয়া উপর বাকশালীয় শাসন কায়েম করে চলেছে। দেশের সার্বিক প্রশাসনে দলীয়করণ করে ব্যর্থ এই সরকার অবশেষে ছাত্রলীগ, যুবলীগ ক্যাডারদের মাঠে নামিয়ে নৈরাজ্য সৃষ্টি করে চলছে। দেশের বর্তমান ক্রান্তিলগ্নে সকল বাংলাদেশী জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাচাঁও মানুষ বাচাঁও গণ আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় ইউপি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মোঃ আবদুর রহিম
লাকসাম, কুমিল্লা

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply