লাকসামে বৌদ্ধদের কঠিন চীবর দান ও জাতীয় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

লাকসাম / ২৩ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———

শুক্রবার কুমিল্লার লাকসামে বৌদ্ধদের শুভ দানোত্তম, কঠিন চীবর দান ও জাতীয় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বরইগাঁও কনকচৈত্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সে জাতীয় ধর্মীয় সম্মেলন উপলক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথেরোর স্বাগত ভাষণের মধ্য দিয়ে দিনব্যাপি কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কুন্ডগোপী দাস, সমাজ কল্যান মন্ত্রীর ব্যক্তিগত সচিব (উপসচিব) বাবু মনিন্দ্র কিশোর মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহগীর আলম, কুমিল্লা সমাজ কল্যান অধিদপ্তরের পরিচালক মোঃ মাহবুবুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাইফ উদ্দিন। সংঘরাজ জ্যোতি পাল মহাথের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ শীলভদ্র মহাথের এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল বারী মজুঃ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, জ্যোতিপাল মহাথের ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্পাদক শ্রীমৎ সুগতপ্রিয় থের, শ্রীমৎ ধর্মানন্দ থের, বাবু ফণীভূষন সিংহ। পরে ধর্মীয় সম্মেলনে ২ হাজার পূণ্যার্থীকে আপ্যায়িত করা হয়।

আবদুর রহিম, লাকসাম

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply