কুমিল্লায় তারেক জিয়ার ৪৮ তম জন্মদিন পালিত

কুমিল্লা / ২০ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে কুমিল্লায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম পুত্র তারেক রহমানের ৪৮ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লায় মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম রাবেয়া চৌধুরী। এসময় তিনি বলেন, দেশের মানুষ এখন এক দুঃসময় অতিক্রম করছে। দেশের মানুষ তারেক জিয়ার জন্য অপেক্ষা করছে। তারেক জিয়াই হবেন আগামী দিনের দেশ ও জাতির কান্ডারী।
জেলা ছাত্রদল সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারসহ আরো অনেকে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply