ঢাকা / ১৯ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকাল সাড়ে ১১ টায় প্রধান নির্বাচন কমিশন কার্যালয় সচিব ডাঃ মোহাম্মদ সিদ্দিক এর সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রধান করা হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্দেশ্যে স্মারকলিপি গ্রহণ করে নির্বাচন কমিশন সচিব বলেন, আপনাদের বিষয়টি গুরুত্বের সহকারে সকল কমিশনারদেরকে অবহিত করা হবে ও কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হবে।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ন কবিরসহ উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম সদস্য জনাব নুরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক এড. এনামুল হক কাজল, শাহীনূর করিম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ পরান সিদ্দিকি তারেক, দপ্তর সম্পাদক গাজী নুরুনবী সিদ্দিক, কেন্দ্রীয় নেতা মোঃ শাকিল আহমেদ, মোঃ বেলাল হোসেন, কাজী মোশারেফ হোসেন মিলন, মোঃ সালাউদ্দিন, মোঃ এনামুল হক, মুক্তিযুদ্ধ প্রজন্মের নুরুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, মোঃ সুমন হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াতের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার জন্য ৮টি দাবী স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
দাবী সমূহঃ
১. জামায়াতে ইসলাম বাংলাদেশ খোলস পাল্টিয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ নাম ধারণ করলেও দলের শীর্ষ থেকে নানা স্তরের নেতা ও কর্মী (গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান গং) প্রত্যক্ষভাবে মহান মুক্তিয্ুেদ্ধর বিরোধীতা করে ধর্মের নামে বাংলাদেশের ভুখন্ডে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন, অগ্নিসংযোগ, রাহাজানিসহ মানবতাবিরোধী নানা অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে এই অভিযোগ সমূহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কাজেই আমরা মনে করি দলটির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন।
২. বাংলাদেশের সংবিধানে সু-স্পষ্টভাবে উল্লেখ আছে যে, ধর্ম ও ইসলামের নামে কোন রাজনীতিক দল থাকতে পারে না। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কৌশলগত কিছুটা পরিবর্তন করলেও জামায়াতে ইসলামী “ইসলাম” শব্দটি রয়েই গেছে। যার কারনে আমরা মনে করি সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ও রাজনীতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাই আমরা নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার জোড় দাবী জানাচ্ছি।
৩. নির্বাচন কমিশন সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয় বাদ দেওয়ার জন্য বার বার গঠণতন্ত্র সংশোধনের তাগাদা দিলেও দলটি দায়সারাভাবে এড়িয়ে যাচ্ছে। তাই চুড়ান্ত নোটিশের মাধ্যমে নিবন্ধন বাতিল করা যেতে পারে।
৪. বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল জামায়াত বিগত ৪২ বছর ধরে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিষোদগার করেছে। স¤প্রতিকালে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কটুক্তি করেছে বেপরোয়া হয়ে বর্তমানে রাজপথে সহিংস আচরণ করছে
৫. যুদ্ধাপরাধীদেরকে বাঁচাতে তাদের দোষররা প্রকাশ্যে দেশকে অস্থিতিশীল করছে।
৬. জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মোহাম্মদ কামরুজ্জামান সহ গুরুত্বপূর্ণ কতিপয় নেতা ১৯৭১ সালে পাকিস্থানীদের অনুগত্য স্বীকার করে পাকবাহিনীর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্য হিসেবে নানা ধরনের যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যাকান্ডে সম্পৃক্ত ছিলেন এই অপরাধে নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে।
৭. ১৯৭১ সাল থেকে এই দলটি ২০০৮ সনের ২০ অক্টোবর পর্যন্ত একটি বিদেশী দল ও প্রতিষ্ঠানের শাখা হিসেবে এ দেশে অবৈধ ও অসাংবিধানিকভাবে রাজনীতি করে আসছ্ ে
৮. তাদের গঠনতন্ত্রের পরিবর্তন নির্বাচন কমিশনের নিবন্ধন টিকিয়ে রাখার জন্য
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...