এ বছর পরীক্ষায় কোন রকমের অনিয়ম সহ্য করা হবে না …………ইউএনও আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন

মতলব উত্তর / ১৯ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক ও ইফতেদায়ী সমাপনী পরীক্ষা আশা করছি নকলমুক্ত ও এবং সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনারা যে যার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বল আমি আশা করছি। কেননা, এবছর পরীক্ষায় কোন রকমের অনিয়ম সহ্য করা হবে না।
আগামী ২১-২৯ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার নিমিত্তে গতকাল সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রস্তুতীমুলক সভায় তিনি একথাগুলো বলেছেন। এই সময় উপস্থত ছিলেন, মতলব উত্তর উপজেলা ভারপ্রাপ্ত প্রথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল খালেক, সহকরী শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ আবদুস সালাম, এস এম রওশন মাস-উদ ও উপজেলার প্রথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ২১টি কেন্দ্রের কেন্দ্রে সচিব বৃন্দ। এবার মতলব উত্তর উপজেলা প্রথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২১টি কেন্দ্রে ৭ হাজর ২ শ ৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
উল্লেখ্য; গত বছর ৮৭ জন সহকারী শিক্ষক, ২১ জন প্রধান শিক্ষক, ২ জন সহকারী শিক্ষা অফিসারের পদ শুন্য থাকা সত্বেও ঐ বছরের প্রাথমিক ও এফতেদায়ী সমাপনী পরীক্ষায় মতলব উত্তর উপজেলায় পাশের হার ছিল শতভাগ। যদিও বিষয়টি নিয়ে উপজেলার শিক্ষা সচেতন মহল হতবাক হয়েছিলেন।

শামসুজ্জামান ডলার
মতলব উত্তর

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply