চান্দিনায় উত্তর জেলা ছাত্রশিবির এর বিক্ষোভ মিছিল

চান্দিনা / ১৯ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-

অবৈধ ট্রাইবুনাল বাতিল ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। কুমিল্লা উত্তর জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. লুৎফুর রহমান খান মাসুম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে চান্দিনা বাস স্টেশনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তৃতা করেন, উত্তর জেলা ইসলামী ছাত্রশিবির প্রকাশনা সম্পাদক মো. নূরুল হুদা, চান্দিনা উপজেলা ছাত্রশিবির সভাপতি কাউছার আলম, সাধারণ সম্পাদক গোলাম মাওলা হামিদী, জামায়াত নেতা মো. ইয়াহিয়া রায়হান, হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ। এসময় অধ্যাপক গোলাম আযম, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী সহ সকল জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply