ব্রাহ্মণবাড়িয়ায় ডেসটিনির পরিবেশকদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ: আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া / ১৮ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
পুলিশের লাঠিচার্জে ব্রাহ্মণবাড়িয়ায় ডেসটিনির সমাবেশ পন্ডু হয়ে গেছে। রবিবার সকালে পৌর শহরের লোকনাথ দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। এসময় ডেসটিনি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আটককৃত হলেন, ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান চৌধুরী (৩৪), হাক্কানী খন্দকার (২৪), নাজমুল হক (২৮), খান ইমতিয়াজ মোহাম্মদ (৩৬) এবং নুরুল্লাহ মোহাম্মদ (২৫)।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, ডেসটিনির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক পরিবেশক ব্যানার-ফেস্টুন নিয়ে স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চের সামনে জড়ো হয়। সেখানে সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাধার মুখে পরে তারা লোকনাথ দিঘীর পাড়ে জড়ো হয়ে সভা করার প্রস্তুতি নেয়। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সভা পন্ড করতে চাইলে ডেসটিনি ডিস্ট্রিবিউটরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ব্যপারে ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সহ-সভাপতি এমদাদুল হক সাহিল পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেন,‘পুলিশ বিনা উসকানেতে আমাদের উপর হামলা করেছে এবং গ্রেপ্তার চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সভা করতে জেলা প্রশাসক এবং পৌর মেয়রের কাছে আবেদন করলেও তারা তাতে সাড়া দেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আব্দুর রব জানান, ইটপাটকেল নিক্ষেপ করলে আমরা বাধ্য হয়েই তাদের উপর লাঠিচার্জ করি। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

(আরিফুল ইসলাম সুমন)

Check Also

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...

Leave a Reply