ঢাকা / ১৮ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন রোধে কাজ করার আহ্বান জানিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি)। রোববার বিকেলে রাজধানীর গুলশান-২ সার্কেলে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকার সম্পর্কে ধারণা দেওয়া হয়। ক্যাম্পেইনে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এতে ইভেন্ট সহযোগী ছিল বাংলানিউজ ও রেডিও টুডে। আগামী ২৬ নভেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এই ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...