দাউদকান্দি / ১৭ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়র সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাঁধাগ্রস্ত করতে দেশ-বিদেশে দেন-দরবার করছে বিরোধীদল। তারা আইন-শৃংখলা বাহিনীর উপর হামলা সহ দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলছে। সরকার কোন অপরাধীকেই ছাড় দিবে না’। তিনি আরো বলেন, ‘দেশী-বিদেশী কোন বন্ধুই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না’।
শনিবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামে ১২০টি পরিবারে নতুন বিদ্যুতায়ন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দাউদকান্দি উপজেলা পল্লী বিদ্যুতায়ন জোনাল অফিসের ডি.জি.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক এ্যাড. আহসান হাবীব চৌধুরী, ইঞ্জিঃ আব্দুস সালাম, বিল্লালুর রশিদ দোলন, জেবুননেছা, মামুনুর রশিদ, সেলিম মাস্টার, মেহেদী হাসান সুমন প্রমূখ।
শামীমা সুলতানা
দাউদকান্দি, কুমিল্লা