তিতাস / ১৭ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মরহুম হাজী মোহাম্মদ আলীর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে কানাইনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জগতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক টিটুর সভাপতিত্বে উক্ত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মহসিন ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী কাইয়ুম, আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন, জানে আলম জাহাঙ্গীর, ডাঃ জসিম উদ্দিন, মোতালেব হোসেন পাঠান, সায়েদুজ্জামান শিপন, সাইদুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য গত ১০ নভেম্বর জগতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কানাইনগর গ্রামের আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী ইন্তেকাল করেন।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি