তিতাস / ১৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
দাউকান্দি ও তিতাস উপজেলার ৪টি কেন্দ্রে এসোসিয়েশন অব আইডিয়াল ইনষ্টিটিউটসের বৃত্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন অব আইডিয়াল ইনষ্টিটিউটস্ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার ইলেয়টগঞ্জ ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজে ৩৭৬ জন, রায়পুর কেডিসি উচ্চ বিদ্যালয়ে ১৮৩ ও গৌরীপুর মুন্সি ফজলুল রহমান কলেজে ১৮৩ এবং তিতাস উপজেলার গাজীপুর খাঁন হাইস্কুল এন্ড কলেজে ১৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কেজি থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এদিকে তিতাসের গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের ইভা কিন্ডার গার্টেনের ৬৮, ইক্বরা আইডিয়াল স্কুলের ২৫, গোপালপুর আইডিয়াল স্কুলের ১৯ এবং তিতাস আইডিয়াল স্কুলের ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
নাজমুল করিম ফারুক, তিতাস প্রতিনিধিঃ