নাঙ্গলকোটে মেয়ের সাথে অভিমান করে পিতার আত্ব হত্যা

নাঙ্গলকোট / ১৫ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার নাঙ্গলকোটে মেয়ের সাথে অভিমান করে আবুল বশর নামে এক ব্যক্তি বিষপানে আত্ব হত্যা করেছে বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, নাঙ্গলকোটের হেসাখাল ইউপির পদুয়ার পাড়া পন্ডিত বাড়ীর মৃত আব্দুর রেজ্জাকের ছেলে ৪ সন্তানের জনক আবুল বশরের মেয়ে নার্গিস আক্তার (১৬) কে তার অমতে দেড়মাস পূর্বে নোয়খালী বেগমগঞ্জ থানা নিবাসী শাখাওয়াত হোসেন হেলাল (৪৫) এর সাথে বিয়ে দেয়। কিন্তু দুই সপ্তাহের মধ্যেই নার্গিস বাপের বাড়ী এসে স্বামীর বাড়ী যাবেনা বলে সিদ্ধান্ত নেয়। এ নিয়ে কয়েক বার মীমাংশার চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ১৪ নভেম্বর পূনরায় ছেলে মেয়ে উভয় পক্ষের লোকজন শালীশ বসে। শালীশে ছেলে কর্তৃক মেয়ের বাবাকে দেওয়া বিয়ের কাবীনের ১ লক্ষ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার ফেরত দেয়া সহ স্বামী-স্ত্রীর ছাড়াছাড়ির সিদ্ধান্ত হয়। শালীশের পর পিতা আবুল বশর মেয়েকে স্বামীর ঘরে ফেরত যেতে পূনরায় অনুরোধ করে ব্যর্থ হলে অভিমান করে সাথে সাথে বিষ পান করে। মৃত্যুসর্য্যা অবস্থায় তাকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ পোষ্টমটেমের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। থানায় অপমুত্যু মামলা হয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply