দেবিদ্বারে শিবির সভাপতিসহ আটক ৯

দেবিদ্বার / ১৪ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বুধবার ভোর রাতে দেবিদ্বার থানা পুলিশ গোপন সংবাদে এক অভিযান চালিয়ে পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মোঃ ইসমাইল মিয়ার ‘ইসমাইল ম্যানশন’ থেকে দেবিদ্বার উপজেলা শিবির সভাপতি মোঃ কামাল হোসেন সরকার (২৭)সহ ৯ নেতা কর্মীকে আটক করেছে। এসময় পুলিশ তাদের দখলে থাকা যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পাদনে গঠিত ট্রাইব্যুনাল বাতিল, সরকার বিরোধী তৎপরতার বিপুল পরিমান প্রচারপত্র, সংগঠনের বই, চাঁদা আদায়ের রসিদ, ব্যানার, ১৩ টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন, মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মোঃ সুরুজ মিয়া সরকারের পুত্র মোঃ কামাল হোসেন সরকার(২৭)। সে দেবিদ্বার উপজেলা ছাত্র শিবিরের সভাপতি। দেবিদ্বার উপজেলার সাইচপাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহর পুত্র মোঃ হাবিবুর রহমান(২২), ফতেহাবাদ গ্রামের মৃতঃ আবদুল খালেকের পুত্র মোঃ রফিকুল ইসলাম(২০), ধামতী গ্রামের আবদুল আউয়াল সরকারের পুত্র মোঃ ছরোয়ার হোসেন(২৫), মরিচাকান্দা গ্রামের মোঃ হারুনুর রশিদের পুত্র মোঃ আল আমিন(২২), মুরাদনগর উপজেলার কেওয়াট গ্রামের মৃতঃ ফুল মিয়ার পুত্র মোঃ জাকির হোসেন(২৩), হাটবলিবাড়ী গ্রামের এরশাদ মিয়ার পুত্র মোঃ রেজাউল করিম(২০), টনকী গ্রামের সহিদুল ইসলামের পুত্র কামরুজ্জামান সুমন(২৬) ও দাউদকান্দি উপজেলার নয়াকান্দি গ্রামের মাওলানা মোঃ মোবারক হোসেনের পুত্র মোঃ নাছির উদ্দিন(২৪)।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯শিবির কর্মীকে আটক করা হয়েছে। তারা ধ্বংত্মক কর্মকান্ড এবং দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাতে একত্রিত হয়েছিল। তাদের কাছ থেকে সরকার বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিলসহ বিভিন্ন প্রচার পত্র, বই, চাঁদা আদয়ের রসিদ, ব্যানার উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) শাহ কামাল আখন্দ বাদী হয়ে আটকৃত ৯শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply