কুমিল্লা / ১৪ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লায় সম্পসারিত টিকাদান কর্মসূচীতে হাম ও রুবেলা ভেকসিন সংযোজিত হয়েছে। ইপিআই কর্মসূচীর আওতায় বুধবার সকালে কুমিল্লা জেনারেল হাসপাতাল মিলনায়তনে শিশুদের ৮টি টিকার পরবর্তী ডোজ হাম ও রুবেলা নির্মূলে এমআর ও এমসিভি-২ ভ্যাকসিন সংযোজন কর্মসূচী উপলক্ষে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, ইপিআই কর্মসূচীর আওতায় ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে পোলিও, গুঁটি বসন্ত রোগ নির্মূল সহ মানব দেহে সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণে অনন্য ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে নতুন করে এ দু’টি ভ্যাকসিন সংযোজন রোগ মুক্ত বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভমিকা রাখবে।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...