সরাইল / ১৩ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ষষ্ঠ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এসব বিদ্যালয়ে এখন থেকে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। মঙ্গলবার স্থানীয় শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, চলতি বছর পরীক্ষামূলক উপজেলার ৯টি বিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য মনোনিত করা হয়েছে। সারাদেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকার পর্যায়ক্রমে এ কার্যক্রম চালু করবে। সমাপনী পরিক্ষা শেষে শিক্ষার্থীরা একই বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে পারবে। এ উপজেলার বিদ্যালয়গুলো হলো- অরুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুইশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাড়িউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, উপজেলার ৯ ইউনিয়নের একটি করে সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ষষ্ঠ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। সরকারিভাবে এসব বিদ্যালয়ে অতিরিক্ত সুবিধা দিতে শিক্ষা কমিটির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আরিফুল ইসলাম সুমন