অধিক উৎপাদনের স্বাথের্ই প্রকল্পটি সঠিকভাবে পরিচালনা দরকার ……………..এম, রফিকুল ইসলাম এমপি

মেঘনা উত্তর / ১৩ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতির এসোসিয়েশন গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতির এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এম এ কুদ্দুস, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা আঃ কিসমত খান।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, স্থানীয় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মোঃ শাহজাহান প্রধান, সরকার মোঃ আলাউদ্দিন, সেলিম সরকার, মাহবুব আলম বাবু, কাজী সালাউদ্দিন, রফিক দেওয়ান, হাজী আঃ মজিদ, গোলাম নবী খোকন, খাজা আহম্মেদ ও শামসুদ্দিন খান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. রফিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের কারণে এ অঞ্চলে খাদ্যের ঘাটতি নেই। জাতীয় খাদ্য ঘাটতি পূরণে এ প্রকল্প বিশেষ অবদান রাখছে। সঠিক ভাবে উন্নয়ন কাজ করলে, জমি পানি পৌছাতে পারলে আরো বেশি ধান উৎপন্ন হবে। তাই অধিক উৎপাদনের স্বার্থেইপ্রকল্পটি সঠিকভাবে পরিচালনা দরকার।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, এই সেচ প্রকল্পে উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও হরিলুট হয়। দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে আগামী দিনে সেচ প্রকল্পের কাজে নূন্যতম মান রক্ষা করতে হবে। পূর্বাঞ্চলে পাম্প হাউজ হওয়া খুবই জরুরী হয়ে পড়েছে। সঠিক ভাবে সঠিক সময়ে জমিতে সেচ দিয়ে কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সবাইকে উদ্যোগী হতে হবে।

সভায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতির নেতৃবৃন্দরা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়ম নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা আরো বলেন, বোরো মৌসুমের মাঝামাঝি সময় থেকে আর পানি পাওয়া যায় না। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ৩০টি সমিতিকে মিলিয়ে একটি এসোসিয়েশন গঠন করা জরুরী। ৪টি পাম্প হাউজই পশ্চিম অঞ্চলে ফলে প্রকল্পের পূর্বাঞ্চলে পানির সেচের খুবই সমস্যা হচ্ছে।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুসকে সভাপতি করে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতির এসোসিয়েশন গঠন করা হয়।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply