কুমিল্লা / ১১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
শ্রদ্ধা ভালবাসা আর নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ৯ শহীদ মুক্তিযোদ্ধার প্রতিশ্রদ্ধা নিবেদন করেন ন্যাপ,কমিউনিস্ট পার্টিসহ প্রায় অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মুক্তিযুদ্ধে ন্যাপ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে ঐ স্থানে স্মরণসভায় স্বদীনতা যুদ্ধে বিরোধীতাকারী,যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার দ্রুত কার্যকর করার আহবান জানিয়ে এবং মুক্তিযুদ্ধের আদর্শে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল অজিজ, মুক্তিযোদ্ধা মোঃ শাহালম ,শামসুজ্জামান হিরা, আবদুল ওয়াদুদ, আবদুল কুদ্দুস, কামরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোঃশাহজাহান,হাবিব উল্লাহ, আবদুস সাত্তার, মাহফুজুর রহমান,গোলাম ফারুক চৌধুরী,মিজানুর রহমান,শুক্কুর মাহমুদ, আবু তালেব, মুজিবুর রহমান,ইউনুস মিয়া, ফজলুল হক,সালাহউদ্দিন, মিহির কান্তি মজুমদার, ডাঃ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।—
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...