লাকসাম / ১১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
নানা কর্মসূচী ও বনার্ঢ্য আয়োজনে দেশের প্রাচীনতম বৃহতম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। গতকাল লাকসাম উপজেলা যুবলীগের উদ্যোগে শহরের হাউজিং এষ্টেটে দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বনার্ঢ্যর্যালী শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। উপজেলা যুবলীগের সভাপতি এড. রফিকুল ইসলাম হিরার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আবুল খায়েরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা তাবারক উল্লাহ কায়েস, গোলাম রাব্বানী চেয়ারম্যান, মোঃ আবদুর রব, পৌর কাউন্সিলর গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আবদুল আলীম দিদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদার, সহ-সাধারন সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক-২ দলিলুর রহমান মানিক, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ রনি, যুবলীগ নেতা মহব্বত আলী, নিজাম উদ্দিন শামীম, আবদুল আহাদ, আবু ছায়েদ, জাহাঙ্গীর আলম, ফেরদাউস আহমেদ লিটন, আনিছূর রহমান কাঞ্চন প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীটি লাকসাম বাজারের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...