ব্রাহ্মণপাড়া / ১০ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের টাইমস ইন্টারন্যাশন্যাল স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা শনিবার (১০ নভেম্বর) বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও টাইমস ইন্টারন্যাশন্যাল স্কুলের কুমিল্লা ও ব্রাহ্মণপাড়া ক্যাম্পাছের অধ্যক্ষ আ: সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাকসুদুল আলম, একাডেমিক পরিচালক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যক্তিত্ব (অব: আর্মি) আমীর খান, ভগবান সরকারী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মনির মোল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিদ্যালয়ের কর্তৃপক্ষগণ কিছুদিন পূর্বে ব্রাহ্মণপাড়া আইডিয়াল একাডেমী স্কুলটি বর্তমান টাইমস ইন্টারন্যাশন্যাল স্কুল হিসেবে মালিকানা বদলের পর পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি ২০১৩ সালে ছাত্র ছাত্রী ভর্তি ও করনীয় সম্পর্কে অভিভাবকদের সাথে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সন্তান হচ্ছে আল্লাহর দান, মানুষকে পৃথিবীতে ও আখেরাতে সফল হওয়ার সুযোগ। অভিভাবক সবেচন হয়ে তান সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দুনিয়া ও আখেরাতে লাভবান হওয়া যায়। এ জন্য শুধুমাত্র স্কুল শিক্ষকের উপর নির্ভর করলেই যথেষ্ট নয়। নিজেদের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকদের সচেতনতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া থেকেঃ