ব্রাহ্মণপাড়া / ১০ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শনিবার নাইঘর হরিমঙ্গল রাস্তার নাইঘর এলাকা থেকে ভারতীয় হুইস্কি সহ ১ মহিলাকে আটক করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া হরিমঙ্গল রাস্তা দিয়ে যাত্রী বেশে যাওয়ার সময় মমতাজ বেগম (৪৫) স্বামী মৃত সৈয়দ আলী দক্ষিণ গ্রাম : তেতাভ’মিকে ৮ বোতল হুইস্কি সহ গ্রেফতার করা হয় । এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া থেকেঃ