চান্দিনা / ৯ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগ আয়োজিত সভায় ওই কমিটি ঘোষণা করা হয়। এতে মো. বাবুল মিয়াকে সভাপতি ও মো. সালাউদ্দিন পরশ কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে চান্দিনা পৌর যুবলীগ সভাপতি প্রভাষক মো. এনায়েতুল্লাহ ভূইয়া’র সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষকলীগ আহবায়ক মো. মোখলেছুর রহমান দুলু মাষ্টার, চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. মনির খন্দকার, যুবলীগ নেতা মো. দুলাল হোসেন, পৌর ছাত্রলীগ আহবায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ প্রমুখ।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা