ব্রাহ্মণবাড়িয়া / ৮ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধন্তি ইউনিয়নের মালী হাতা এলাকায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত গৃহবধৃ হলো-ওই এলাকার সাজাহান মিয়ার স্ত্রী রহিমা আক্তার(২০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭-৮ মাস আগে ঢাকায় দিনমজুরের কাজ করা সাজাহান মিয়ার(২৮) সাথে রহিমার বিয়ে হয়। গতকাল বিকেলে তার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে অনেক ডাকাডাকি করেও না খুলায় প্রতিবেশীরা ধরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পান গলায় দড়ি পেঁচানে অবস্থায় রহিমা বেগমের লাশ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ওসি আব্দুর রব জানান,ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে তা পরিষ্কার হবে।
আরিফুল ইসলাম সুমন