লাকসাম / ৫ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কারাবন্দী কেন্দ্রীয় জামায়াত শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্য মূল্য উর্ধ্বগতি, তত্ত্ববধায় সরকার পূর্ন বহাল ও ১৮দলীয় জোট নেতৃবৃন্দের মুক্তির দাবীতে লাকসামে জামায়াতের বিশাল শো-ডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে লাকসাম পৌরসভা আমীর অধ্যক্ষ মাও. নূর মোহাম্মদ তাহেরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সাধারন সম্পাদক অধ্যক্ষ মাও.আনোয়ার হোসেন ফারুক শামীম, ছাত্রশিবিরের কুমিল্লা দঃ জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, শিবির শহর সেক্রেটারী সাহাদাত হোসাইন, হাফেজ মাও. জহিরুল ইসলাম, জামায়াত নেতা আলহাজ্ব রফিকুল হোসাইন প্রমুখ। শোডাউন শেষে দৌলতগঞ্জ ব্যাংক মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল লাকসাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আবদুর রহিম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি