বুড়িচং / ৪ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, যুবসমাজকে ইসলামের অনুকূলে থেকে কাজ করে সমাজের অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সমস্যা সমাধান করতে হবে। সময় নষ্ট না করে অবহেলিত মানুষের মুক্তির সংগ্রামে এগিয়ে আসার জন্যে তিনি যুবসমাজের প্রতি আহবান জানান। তিনি গত ২৮ অক্টোবর সোমবার বুড়িচং আইডিয়াল ফ্রেন্ডস্ এসোসিয়েশন (ইফা) কর্তৃক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) আয়োজিত ঈদ বন্ধুমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। ইফা সভাপতি মোঃ মুমিনুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এ হান্নান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) পরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, সাবেক সহকারী এটর্নি জেনারেল আ.জ.ম মোর্শেদ আল মামুন লিটন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাস্টার কাজী আবদুল মান্নান, সহ-সভাপতি মেজর (অব.) আবদুর রউফ, এইচ.পি.ই ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা কার্যক্রম সম্পাদক মোঃ মোবারক হোসেন, বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আবদুল আউয়াল।
ইফা সহ-সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, অধ্যক্ষ মোঃ আবু তাহের, ডা. মোঃ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মোহাম্মদ সোলায়মান, অধ্যাপক লোকমান হাকীম, অধ্যাপক ছাদেকুর রহমান, অধ্যাপক বদিউল আলম প্রমুখ। ###
(জাকারিয়া খান সৌরভ)