সরাইল / ২ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি মাইক্রোবাস ও একটি ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে মো. আইয়ূব আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি সরাইল উপজেলা সদরের অলীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, ঢাকা সিলেট মহাসড়কের সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকাগামী বেপরোয়াগতির একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটর চালকের সহযোগী মো.আইয়ূব আলী,মাইক্রেবাস যাত্রী আনোয়ার হোসেন(৪৫),আশরাফ হোসেন (৪০),রাজিব মিয়া (২০),সবুজ মিয়া (২৫) ও কিতাব আলী (৩৫) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষন পর আইয়ূব আলী মারা যান।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...