সরাইল / ২ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দু’টি সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নৌকায় খাল পারাপার হওয়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে ওই গ্রামের হামিদ মিয়া ও কালাম মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড়ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে নূর মিয়া (৪৫), সফিউল্লাহ(১৫), ইমন (২০), বোরহান উদ্দিন (১৯), শিপন(৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে সকাল ১১টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের পাঠান গোষ্ঠির জহিরুল হক এবং জামাল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেননি।
আরিফুল ইসলাম সুমন