বাংলাদেশী ১০০ জন হাজীর মৃত্যুঃ পবিত্র মক্কায় হজ্জের কার্য্যক্রম শেষে হাজীদের দেশে প্রত্যাবর্তন শুরু

সৌদি আরব / ১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-

ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে একটি হজ্জ । সামর্থ্যবানদের জন্যই পরম করুনাময় ও সর্বশক্তিবান আল্লাহ হজ্জ ফরজ করেছেন । সৌদি আরবের সুপ্রিম হজ্জ কমিটির সূত্র মতে আল্লাহর সেই নির্দেশ পালনের উদ্দেশ্যে সতের লাখ বায়ান্ন হাজার নয়শত বত্রিশ জন পৃথিবীর একশত উনান্নব্বই দেশ থেকে ২০১২ ইং মোতাবেক ১৪৩৩ হি: হজ্জ মৌসুমে সৌদি আরব আগমন করেন । এর মধ্যে আটলাখ এক হাজার একশত ছাব্বিশ জন ছিলেন মহিলা ।

বাংলাদেশ হজ্জ মিশন সূত্র জানায়, বাংলাদেশ থেকে ২০১২ ইং মোতাবেক ১৪৩৩ হি: হজ্জ মৌসুমে, একলাখ নয়হাজার ছয়শত ষাট জন সৌদি আরব আসেন । এর মধ্যে সরকারী ব্যবস্হাপনায় দুই হাজার নয়শত আশি জন এবং বেসরকারী ব্যবস্হাপনায় একলাখ ছয় হাজার ছয়শত আশি জন ।

সর্বশেষ গত ৩১ অক্টোঃ‘১২ পর্যন্ত একশত জন হাজী মৃত্যু বরন করেন, মক্কায় সাতষট্রি, মদিনায় তের, জেদ্দায় দুই, মিনায় আঠার জন । এর মধ্যে নব্বই জন পুরুষ, দশ জন মহিলা । সরকারী ব্যবস্হাপনার চার জন বেসরকারী ব্যবস্হাপনার ছিয়ান্নব্বই জন । উল্লেখ্য হজ্জ কার্য্যক্রম শুরু হওয়ার পূর্বেই ষাট জন হাজী মারা যান । যার মধ্যে মক্কায় পয়তাল্লিশ , মদিনায় তের, জেদ্দায় দুই জন । এর মধ্যে ৫৪ জন পুরুষ, ৬ জন মহিলা । সরকারী ব্যবস্হাপনার তিন জন বেসরকারী ব্যবস্হাপনার সাতান্ন জন ।

মক্কায় বাংলাদেশ হজ্জ মিশনে সৌদি নাস এয়ারলাইনস এবং বাংলাদেশ বিমানের হেল্প ডেস্ক খোলা হয়েছে হজ্জ যাত্রীদের ফিরতি ভ্রমন নিশ্চিত করার জন্য ।

হজ্জ মিশন জানায়, ১ নভেঃ‘১২ হজ্জের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ।

এ বছর ৩৫৩ টি হজ্জ এজেন্সি হজ্জ যাত্রী ব্যবস্হাপনা করে ।

উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর’১২ প্রথম হজ্জ ফ্লাইট শুরু হয়ে ২০ অক্টোবর’১২ শেষ হজ্জ ফ্লাইটটি জেদ্দা বিমান বন্দরে পৌছে । তিনশত টি ফ্লাইট হাজীদের বহন করে তার মধ্যে আট টি সরকারী এবং দুইশত বিরান্নব্বই টি বেসরকারী ফ্লাইট ছিল ।

সাগর চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply