সৌদি আরব / ১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে একটি হজ্জ । সামর্থ্যবানদের জন্যই পরম করুনাময় ও সর্বশক্তিবান আল্লাহ হজ্জ ফরজ করেছেন । সৌদি আরবের সুপ্রিম হজ্জ কমিটির সূত্র মতে আল্লাহর সেই নির্দেশ পালনের উদ্দেশ্যে সতের লাখ বায়ান্ন হাজার নয়শত বত্রিশ জন পৃথিবীর একশত উনান্নব্বই দেশ থেকে ২০১২ ইং মোতাবেক ১৪৩৩ হি: হজ্জ মৌসুমে সৌদি আরব আগমন করেন । এর মধ্যে আটলাখ এক হাজার একশত ছাব্বিশ জন ছিলেন মহিলা ।
বাংলাদেশ হজ্জ মিশন সূত্র জানায়, বাংলাদেশ থেকে ২০১২ ইং মোতাবেক ১৪৩৩ হি: হজ্জ মৌসুমে, একলাখ নয়হাজার ছয়শত ষাট জন সৌদি আরব আসেন । এর মধ্যে সরকারী ব্যবস্হাপনায় দুই হাজার নয়শত আশি জন এবং বেসরকারী ব্যবস্হাপনায় একলাখ ছয় হাজার ছয়শত আশি জন ।
সর্বশেষ গত ৩১ অক্টোঃ‘১২ পর্যন্ত একশত জন হাজী মৃত্যু বরন করেন, মক্কায় সাতষট্রি, মদিনায় তের, জেদ্দায় দুই, মিনায় আঠার জন । এর মধ্যে নব্বই জন পুরুষ, দশ জন মহিলা । সরকারী ব্যবস্হাপনার চার জন বেসরকারী ব্যবস্হাপনার ছিয়ান্নব্বই জন । উল্লেখ্য হজ্জ কার্য্যক্রম শুরু হওয়ার পূর্বেই ষাট জন হাজী মারা যান । যার মধ্যে মক্কায় পয়তাল্লিশ , মদিনায় তের, জেদ্দায় দুই জন । এর মধ্যে ৫৪ জন পুরুষ, ৬ জন মহিলা । সরকারী ব্যবস্হাপনার তিন জন বেসরকারী ব্যবস্হাপনার সাতান্ন জন ।
মক্কায় বাংলাদেশ হজ্জ মিশনে সৌদি নাস এয়ারলাইনস এবং বাংলাদেশ বিমানের হেল্প ডেস্ক খোলা হয়েছে হজ্জ যাত্রীদের ফিরতি ভ্রমন নিশ্চিত করার জন্য ।
হজ্জ মিশন জানায়, ১ নভেঃ‘১২ হজ্জের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ।
এ বছর ৩৫৩ টি হজ্জ এজেন্সি হজ্জ যাত্রী ব্যবস্হাপনা করে ।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর’১২ প্রথম হজ্জ ফ্লাইট শুরু হয়ে ২০ অক্টোবর’১২ শেষ হজ্জ ফ্লাইটটি জেদ্দা বিমান বন্দরে পৌছে । তিনশত টি ফ্লাইট হাজীদের বহন করে তার মধ্যে আট টি সরকারী এবং দুইশত বিরান্নব্বই টি বেসরকারী ফ্লাইট ছিল ।
সাগর চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি