মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের হালচাল-১

মালয়েশিয়া/১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———- অনেকদিন থেকেই ভাবছি লেখব কিন্তু সময় হয়ে ওঠছিলনা তাই আজকে একটু সময়পেয়ে লেখতে বসলাম মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের হালচাল । মালয়েশিয়া বাংলাদেশ সরকারি হিসেবে প্রায় পাঁচ লহ্ম বাংলাদেশী আছি আমরা কিন্তু অবৈধ ভাবে আসা আছে আরো প্রায় দুইলহ্ম । প্রকৃত অর্থে বাংলাদেশ থেকে শ্রমিক আসে ১৯৭৬ সালের পর হতে , মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রথমে শ্রমিক আসে অবৈধ পথে থাইল্যান্ড হয়ে তার পর সরক পথে আসে মালয়েশিয়া এমনি একজনের সাথে পরিচয় হল মালয়েশিয়ার আরেক পর্যটন নগরী লঙ্কাউয়িতে, লঙ্কাউয়ি কেডা প্রদেশের আওতায় মালয়েশিয়ার জাতির জনক ও আধুনীক মালয়েশিয়ার সÍপতি ড. মাহাতির মোহাম্মদ এর জন্মস্তান কেডা, কেডার একটি দ্বীপ সেটার নাম হল লঙ্কাউয়ি যাকিনা মালয়েশিয়া পর্যটকদের প্রধান আকর্ষন আমি প্রথম বুঝতে পারিনাই এ ভদ্রলোক যে একজন বাংলাদেশী হঠাৎ করে ভদ্রলোক আমাকে বলল যে আপনার গ্রামের বাড়ী কোথায় তারপর আর বুঝতে অসুবিধা হলনা যে আসলেই ভদ্রলোক বাংলাদেশী ।
তারপর ভদ্রলোকের সঙ্গে পরিচয় পর্বশেষ হওয়ার পর নামটা জানলাম আবুল কালাম গ্রামের বাড়ী কুমিল্লা দাউদকান্দি আবুল কালাম বলেন যখন মালয়েশিয়া আসেন তখন বয়স ছিন কুড়ি বছর ছিল এখন তার বয়স ৪৫। ১৯৮৭ সালে মালয়েশিয়া আসেন তবে সঠিক কোন তারিখ বলতে পারেননি, ব্রাহ্মণবাড়ীয়ার আব্দুল হাকিম চৌধুরী নামে এক আদম ব্যপারীর মাধ্যমে মালয়েশিয়া আসেন, ১৯৮৭ সালের কোন এক সময়ে আদম ব্যাপারী আব্দুল হাকিমের সাথে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি জমান আবুল কালাম বলেন দালাল হাকিম সহ আমরা ১২জন প্রথমে থাইল্যান্ডে আসি সেখানে এক জঙ্গলে তিনদিন থাকার পর পায়েহেঠে আসি মালয়েশিয়া বর্ডারের কাছে সেখানে সাঁতদিন কাটাতে হয় অনাহারে অর্ধাহারে তার পর রাত বারটার সময় এক থাইল্যান্ডের লোক আসে হাকিম এর সাথে কি আলাপ করিল আমরা কিছুই বুঝতে পারিনা কারর আমরা কেউ বেশী একটা শিহ্মীত ছিলাম না(পরবর্তিতে বুঝতে পারলাম সে এখানের দালাল) কিছুহ্মণ পর হাকিম আমাদের বলল যে সবাই তৈরী হও কিছুহ্মণের মধ্যে আমাদের মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দিতে হবে কথা মত আমরা ও তৈরী হলাম কিন্ত বলল যে কোন কিছু নেওয়া যাবে না তখন ও বুঝতে পারিনাই যে এত কষ্টকরতে হবে, পরে বুঝতে পারলাম যে কেন আমাদের আসবাসপএ কেন আনতে না করিল যদিও আনতাম তাহলে ইচ্ছে করেই হযতো রাস্তায় ফেলেদিতে হত কারন দুঘন্টা হেঁঠে আসার পর দেখি পায়ে রক্ত ঝড়ছে তারপর যে আরো ভয়ানক পরিস্তিতি আসবে তখনো কিন্তু ভাবিনি তখন ভোর হয়ে গেল হাকিম বলল আজকে এখানে থাকতে হবে তাও এক নিজুম জঙ্গল সকাল বেলা একটু দুরে দেখাযায় নদীর মত, এখানে একদিন থাকার পর আবার রাতে রওয়ানা দিতে হল, সকালে যে নদি দেখে ছিলাম সেই নদী পাড়ি দিতে হবে রাতে, রাত আনুমানিক একটা সময় হাকিম আমাদের বলল এখন আমাদের রওয়ানা দিতে হবে আসলে যেটা ভেবেছিলাম নদী এটা নদী নয় সেটা হল জলাভূমি কখনো হেঁঠে কখনো সাতঁরিয়ে প্রায় দুঘন্টা পর এসে আরেক জঙ্গলে আসি দালাল আমাদের বলল যে এটা মালয়েশিয়া পরবর্তিতে জানতে পারি মালয়েশিয়া আলস্তাহ প্রদেশ, ভয়াঙ্কর ব্যাপার হল যে অন্যকিছুর থেকে বাচাঁগেলে ও জুঁকের আক্রমন থেকে বাচঁতে পারিনাই, সেখানে তিনদিন থাকার পর আমাদের নিয়ে আসা হল গ্রাম্য একটা শহরে ভোর হতে না হতে ঘোম ভেঙ্গেযায় মানুষের হৈচৈয়ে তখনো বোঝতে পারিনি যে আমরা এসেছি সেখবর অর্তএলাকায় সবাই জেনেগেছে তাই মালয়েশিয়ানরা আমাদের কে দেখতে এসেছে যে আমরা বাংলাদেশথেকে এসেছি, শুধু তাইনয় সকলেই এটা সেটা খাবার নিয়ে এসেছে আমাদের জন্য কিন্তু আমরা ভাষা বুঝিনা তারপরও তাদের এ আপ্পায়ন ভুলার মতনা এখানে তিনদিন থাকার পর আমাদের কে নিবে কাজ দেওয়ার জন্য তানিয়ে শুরুহল মালয়েশিয়ানদের মধ্যে একরকম প্রতিযোগিতা, তাই দুঃখের সহিত বলতে হচ্ছে আজকে আমরা মালয়েশিয়া প্রবাশী বাংলাদেশীদের হালচাল কেন এত নি¤œপর্যায়ে নেমে আসল আগামী সংখ্যায়। (চলবে)

এম.আমজাদ চৌধুরী রুনু প্রবাসী সাংবাদিকঃ
Chowdhury_mar@yahoo.com

Check Also

আজ শোকাবহ ১৫ আগস্ট : বাঙালির অশ্রু ঝরার দিন

  কুমিল্লাওয়েব ডেস্ক:– আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালির অশ্রু ঝরার দিন। ১৯৭৫ ...

Leave a Reply