তিতাসে সংবর্ধনা অনুষ্ঠান মাতালের নবীন শিল্পীরা

তিতাস / ১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
তিতাসের ইভা কিন্ডার গার্টেনের সমাপনী পরীক্ষায় এ-প্লাস ও কিন্ডার গার্টেন এসোসিয়েশন পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মাতালের নবীন শিল্পীরা। বৃহস্পতিবার বিকালে কড়িকান্দি বাজারস্থ ইভা কিন্ডার গার্টেন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আলী হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইবনে হোসাইন মাসুদ ও মোঃ কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আঃ রব মিয়া, উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, গোরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ আইয়ুব আলী সরকার, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল হক, ইভা কিন্ডার গার্টেনের অভিভাবক সদস্য এ.এস.এম মোশারফ হোসেন, কড়িকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদুল ইসলাম শাহিদ, সাধারণ সম্পাদক কামারুল হাসান প্রমূখ। বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ আলাউদ্দিনের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিরব, শারামাই, আছমা জাহান, লিপি, ফরহাদ, জালাল, জাকির ও উম্মে হাবিবা মৌ।
উল্লেখ্য, ২০১১ সালে ইভা কিন্ডার গার্টেন থেকে পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষায় এ-প্লাস ও কিন্ডার গার্টেন এসোশিয়েশন বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply