দাউদকান্দি / ১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লার দাউদকান্দিতে গনপিটুনিতে ১ ডাকাত নিহত এবং অপর এক ডাকাত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গৌরীপুর পুলিশ ফাড়ির ইনর্চাজ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জ ও মুরাদনগর উপজেলার কালাডুমুর সীমাস্তর্বতী এলাকায় সড়কে ডাকাতীর প্রস্তুতিকালে স্থানীয় লোকজন হাতেনাথে ধরে দুই ডাকাতকে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক ডাকাত মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের সুলতান আহমেদের পুত্র রবিউল (৩০) মারা যায়। অপর ডাকাত একই গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আফজাল (২৫) গৌরীপুর হাসপাতালে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শামীমা সুলতানা, দাউদকান্দি