দাউদকান্দি / ১ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
দাউদকান্দিতে পানিতে ডুবে এক ট্যাং লরির হেলপারের মৃত্যূ হয়েছে।
দাউদকান্দি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের নিকট একটি ডোবা থেকে বালতি দিয়ে পানি আনতে গিয়ে ট্যাং লরির হেলপার রমজান আলী (২৯) মরে পানিতে ভেসে থাকে। লরির চালক জহিরুল হক জানান, সকালে ঘুম থেকে উঠৈ তার হেলপারকে দেখতে না পেয়ে বহু খোজাখুজির পর মহাসড়কের পাশে একটি ডোবায় তার লাশ ভেসে রয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লরির চালক জহিরুল হক জানান, রমজান আলী সাতাঁর জানতেন না এবং সে চট্টগ্রামের বন্দর থানার ফকিরহাট গ্রামের মোঃ আনিস মিয়ার পুত্র।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...