চান্দিনায় ইসলামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চান্দিনা / ৩১ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-

ইসলামী ঐক্যজোট চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে বাড়েরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ঐক্যজোট কুমিল্লা উত্তর জেলার শাখার আহবায়ক মুফ্তী মাহমুদুল হাসান কাসেমী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, চান্দিনা পৌর বিএনপি’র সভাপতি এ.বি.এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, ইসলামী ঐক্যজোট চান্দিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা কাসেমী, মাওলানা জাকির হোসেন, ছাত্র মোর্চা আহবায়ক হাফেজ মো. এনামুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মো. সিদ্দিকুর রহমান খান।

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply