চান্দিনা / ৩১ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম)———-
চান্দিনা উপজেলার মাধাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় মাধাইয়া জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড গত মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে উদ্বোধন করেছেন প্রধান অতিথি সরকারি প্রতিশ্র“তি সম্পর্কিয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে মাধাইয়া জেনারেল হাসপাতাল এর চেয়ারম্যান মো. বশীর আহাম্মদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, পানি উন্নয়ন বোর্ডের পরিচালক মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন ভূইয়া, সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চান্দিনা উপজেলা সমবায় অফিসার মো. বিল্লাল হোসেন, ভানী ইউনিয়ন চেয়ারম্যান মো. আবদুল হান্নান, আওয়ামীলীগ নেতা মো. রোস্তম আলী শিকদার, মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন মো. আবদুর রহমান সরকার। বক্তারা রোগীদের সেবার মান বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা